রাঙ্গুনিয়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গুনিয়ার উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গত বৃহষ্পতিবার(১৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, এডভোকেট রেহেনা আকতার বেগম। ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গুনিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. খোরশেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আ.ন.ম নাজমুল হোসাইন নঈমী, মাওলানা দিদারুল আলম, মাওলানা আরিফুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।