এরিক এরশাদকে ব্যবহার করে পল্লীবন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশার প্রেসিডন্ট পার্ক বাসভবনে সশস্র অবস্থান ও ট্রাস্ট নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা নিয়ে প্রেস বিজ্ঞপ্তি।
২১শে নভেম্বর বৃহস্পতিবার ২০১৯ইং: জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন ও সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা এক যুক্ত বিবৃতিতে প্রয়াত পল্লীবন্ধু এরশাদ পূত্র এরিক এরশাদকে ব্যবহার করে পল্লীবন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশার প্রেসিডন্ট পার্ক বাসভবনে সংঘবদ্ধ সশস্র অবস্থান ও ট্রাস্ট নিয়ে ষড়যন্ত্র এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’কে নিয়ে উস্কানীমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন,পল্লীবন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশার প্রেসিডন্ট পার্ক বাসভবনে সংঘবদ্ধ সশস্র অবস্থান ও পূত্রের নিরাপত্তার নামে থানায় জিডি করে ষড়যন্ত্রের মাধ্যমে ট্রাস্ট সম্পদ আত্বসাৎ করাই মূল লক্ষ্য বলে মনে করেন। জাতীয় যুব সংহতির প্রত্যেকটি নেতাকর্মীর এই ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রয়েছে জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন,জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’কে নিয়ে তার হীন রাজনৈতিক মন্তব্য কিংবা ট্রাস্ট সম্পত্তির নিয়ে ষড়যন্ত্রের দাঁত ভাংগা জবাব দেয়া হবে বলে বিবৃতিতে জানান। নেতৃবৃন্দ পুলিশের প্রতি জিডির সঠিক তদন্তের মাধ্যমে পল্লীবন্ধুর প্রেসিডন্ট পার্ক ভবন থেকে তালাক প্রাপ্ত স্ত্রী বিদিশাকে অপসরনের দাবী জানান। অন্যথায় পল্লীবন্ধুর সন্তান ও ট্রাস্ট রক্ষায় জাতীয় যুব সংহতির যে কোন পদক্ষেপে দায় সরকারকে নিতে হবে।
বার্তা প্রেরক,
মো: কামাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ০১৭৩১০৩৭২৭৬