খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চালানো অভিযানে গত ১০ দিনে বিভিন্ন অনিয়মের অভিযোগে চালক ও মালিকের বিরুদ্ধে ৫২১৯ টি মামলা রুজু করা হয়েছে। সিলেট বিভাগের অন্যান্য জেলার তোলনায় দ্বিগুন বা তিনগুনের হবে। জেলা ট্রাফিক সূত্রে জানা যায়।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপেক্ষিতে দেশব্যাপি জাতীয় ট্রাফিক সপ্তাহ ঘোষণা করে পুলিশ।
৫ আগষ্ট হতে ট্রাফিক সপ্তাহ শুরে হলেও পরে তিন দিন বাড়িয়ে ১০ দিন করা হয়।
পুলিশ মৌলভীবাজার শহর ও জেলার বিভিন্ন উপজেলায় তল্লাশীচৌকি বসিয়ে যানবাহনের ও চালকের প্রয়োজনীয় কাগজপত্রাদি তল্লাশী করে।