খ ম জুলফিকারঃ দেশে পরিকল্পিত পরিবার গঠনে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এই ধারাবাহিকতায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশ ও ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভলাপমন্টে এর অর্থায়নে ও আইপাস বাংলাদেশ ও রেডিও পল্লীকণ্ঠে’র প্রযোজনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর পৃষ্টপোষকতায় পরিবার পরিকল্পনা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সুরক্ষা’ মৌলভীবাজার কমিউনিটির মধ্যে বেশ সাড়া ফেলেছে।
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৮, ‘সুরক্ষা’ অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬:৪০টায় রেডিও পল্লীকন্ঠ থেকে প্রচারিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের প্রান্তিক মানুষদেরকে বিশেষ করে নব দম্পতি,সক্ষম দম্পতি ও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ,ও পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি , সম্পর্কে জানানো হয়। রেডিওতে অনুষ্টান সম্প্রচারের পাশাপাশি নিয়মিত ভাবে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক যার মাধমে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সকলকে অবহিত করা হয় ।এরকম একটি উঠান বৈঠক সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ইতশ্রী দত্ত উপস্থিত থেকে, পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন সেই সাথে তাদের বিভিন্ন সমস্যার সমাধান ও বিভিন্ন পদ্ধতির সুবিধা-অসুবিধা সম্পর্কে জানান ।