মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের কঠারমহমল এলাকা থেকে অবৈধ মেলামেশার সময় নারীসহ এক পুলিশ সদস্যকে আটক করছে এলাকাবাসী।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে কঠারমহল গ্রামের লন্ডন প্রবাসী সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম তাজ বিষয়টি নিশ্চিত করেন।
আটকৃত পুলিশ সদস্য মৌলভীবাজার কোর্টে কর্মরত এস আই মুক্তাদির।
আটককৃত মহিলার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বলে জানাযায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী সিরাজুল ইসলামে বাড়িতে কেয়ারটেকার হিসেবে মশাহিদ মিয়া থাকেন। তার যোগসাজশে এসআই মুক্তাদির ওই নারীকে নিয়ে বিকেলে সিরাজুল ইসলামের বাড়িতে উঠেন ওই সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে উভয়কে ঘরে আটক করে মোস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে মডেল থানায় নেয়া হয়। এ সময় উত্তেজিত এলাকাবাসী বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকার (মৌলভীবাজার-ঘ ১১-০০০৪) ভাঙচুর করে।