স্টাফ রিপোর্টার : কুলাউড়া সদর ইউনিয়নের প্রতাবীতে বিশিষ্ট সংগঠক, সংবাদকর্মী, ইউপি মেম্বার পদপ্রার্থী মো: ফজলু মিয়ার উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ এ প্লাস ও এ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে প্রতাবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো: কামাল মিয়ার সভাপতিত্বে ও ঢাকাস্থ কম্প্রেহেনসিভ হোল্ডিং প্রাঃ লিমিঃ এর ডিজিএম বিশিষ্ট সংগঠক মো: ফয়ছল মিয়ার প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মো: শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক আকমল হোসেন শুভ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ নেতা মো: আতিক রহমান, সাবেক ইউপি সদস্য মো: আজাদ মিয়া, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মন্তাজ আলী, সহকারী শিক্ষক জয়রাজ উল্লাহ সেলু, পাঁচপীর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল আজিজ, প্রতাবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খায়রুল ইসলাম খান, পাঁচপীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াছমিন, সহকারী শিক্ষক মো: ফখরুল ইসলাম, সহকারী শিক্ষিকা তাহমিনা বেগম, রাণী চৌধুরী, শেফালী কৈরী। এছাড়া উপস্থিত ছিলেন আমার কুলাউড়ার সম্পাদক মো: জীবন রহমান, প্রবাসের প্রহরের বার্তা সম্পাদক মাহফুজ শাকিল, সাপ্তাহিক পাতাকুড়ির দেশ পত্রিকার কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, স্থানীয় মুরব্বী মকবুল মিয়া, বাদশা মিয়া, আনজব আলী, আমির আলী, সংগঠক মহিবুর রহমান লেচু, হাফিজ ফরিদ উদ্দিন, হাফিজ ময়নুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুনাব আহমদ, সংগঠক রায়হানুল ইসলাম রুহেল, সোহেল রানা, মারুফ, আতিক, সুফিয়ান, তানিম আহমদ, খসরু প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দ।