বিশ্বকাপ যাত্রায় শুরুতেই হোঁচট খেলো বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গতিময় মেক্সিকোর কাছে হেরে গেলো জোয়াকিম লো’র জার্মানি।
আর এর মাধ্যমে ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারলো জার্মানি।
সেবার তখনকার পশ্চিম জার্মানিকে ধরাশায়ী করেছিলো আলজেরিয়া।
এবার বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ খেললেও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খুব একটা সুবিধা করতে পারেনি জার্মানি।
বিশ্বকাপ শুরুর পরও সে ধারা থেকে বের হতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা।
রবিবার রাতে খেলার প্রথমার্ধেই হিরভিং লোজানোর দারুণ গোলে এগিয়ে যায় মেক্সিকো এবং পরে পুরো ৫৫ মিনিট ধরে বারবার আক্রমণ করেও আর খেলায় ফিরতে পারেনি জার্মানি।
বরং কখনো কখনো মেক্সিকোর গতির কাছে অসহায় মনে হয়েছে জার্মানিকে।
শেষ দিকে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকেও প্রতিপক্ষের গোল সীমানা পর্যন্ত উঠে আসতে দেখা গেছে কিন্তু তাতেও কোন লাভ হয়নি।
শেষ পর্যন্ত ১-০তে পরাজয় দিয়েই বিশ্বকাপ ধরে রাখার লড়াই শুরু হলো জার্মানির।
খেলা শেষে মেক্সিকো কোচ জুয়ান কার্লোস অসরিও বলেছেন, ” প্রথমার্ধে আমরাই তুলনামুলক ভালো দল ছিলাম। দ্বিতীয়ার্ধে তারা (জার্মানি) ফিরে আসতে চেষ্টা করেছে। আমরা দেখিয়েছি আমাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে”।
অন্যদিকে জার্মান কোচ জোয়াকিম লো বলেছেন, “প্রথমার্ধে আমরা বাজে খেলেছি। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারিনি”।
সূত্র, বিবিসি