ইতালি থেকে তুহিন মাহামুদ: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের পদার্পণ উপলক্ষ্যে কনসাল জেনারেল মিজ্ রেজিনা আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, মিলান কর্তৃক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
২২ মার্চ বিকাল ৫টায় বাংলাদেশ কন্স্যুলেটের অফিস মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
কনসাল শামচুল আহসান পরিচালনায় সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন কন্স্যুলেট সদস্য মোক্তার হোসেন, আলোচনা সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।
প্রবাসীগণ তাঁদের বক্তব্যে এ অসামান্য অর্জনের সন্তোষ প্রকাশ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও দূরদর্শিতার ফলে বাংলাদেশ বর্তমানে বিশ্বে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে,এবং বিশ্বের নানা দেশের উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসৃত হচ্ছে।
কনসাল জেনারেল তাঁর বক্তৃব্যে বলেন, গত ১৭ মার্চ জাতির পিতার জন্মদিনে জাতিসংঘ কর্তৃক জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্হায়ী প্রতিনিধির হাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণের স্বীকৃতিপত্র তুলে দেয়া হয়। জাতির জনকের জন্মদিনে এ স্বীকৃতি বাংলাদেশর জন্য একটি শ্রেষ্ঠ উপহার। তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উন্নয়নের গতিধারার উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্হাপন করেন। এতে বর্তমান সরকারের উন্নয়ন দর্শন ও অর্জনের চিত্রসহ অর্থনীতির সকল সূচকে অর্জিত সাফল্যের অনুপুঙ্খ বাস্তব চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের নানামুখী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও লোম্বারদিয়া আওয়ামী লীগের সম্মানিত সদস্য আকরাম হোসেন,যুগ্নসম্পাদক জামিল আহমেদ, যুগ্নসম্পাদক তুহিন মাহামুদ, প্রচার সম্পাদক জাকির হোসেন মামুন, রিয়াজুল ইসলাম কাওছার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল হাওলাদর, আইন বিষয়ক সম্পাদক পলি আক্তার, মুনছুর খালাসী সহ প্রমূখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তি জামিল আহমেদ, শামিম, মমিনুর রহমান সহ ব্যবসায়ী, সমাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। সবশেষ আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।