ইতালি থেকে তুহিন মাহামুদ: ইতালির মিলানস্থ গান্ধী রেষ্টুরেন্টে মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের আয়োজনে গণ সম্বর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান ইতালির মিলানে পৌঁছালে তাঁকে গণ সম্বর্ধণা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা। সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ হানিফ শিপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্নসম্পাদক তুহিন মাহামুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাজাহান মোল্লা।
এছাড়া বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের সম্মানিত সদস্য আকরাম হোসেন, কবিরুল আলম, যুগ্ন সম্পাদক জামিল আহমেদ, চঞ্চল রহমান, মঞ্জুরুল ইসলাম সাগর, খান রহমান,লুৎফর রহমান, তুহিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরফান সিকদার, প্রচার সম্পাদক মামুন হাওলাদার, মহিলা সম্পাদিকা আচমা জাকির,প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন,মমিনুর রহমান, মুনছুর খালাসী, যুবলীগের সাধারণ সম্পাদক শফিউদ্দিন, এনায়েত হাওলাদর,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাওছার হাওলাদার, রাহুল,কাওছার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী শাহআলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিলান, ভারেজ, গাল্লারাত, রোম সহ অন্যান্য শহরের নেতৃবৃন্দ ও সংবর্ধণা অনুষ্ঠানে সমবেত হন।
অনুষ্ঠানে ডিজিটাল পাসপোর্ট সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
শেষে বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮তম জন্মদিনে তাঁর আত্মার মাগফেরত কামনা করা হয় এবং আনন্দঘন পরিবেশে জন্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ।
নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।