আন্তর্জাতিক ডেস্ক: মক্কায় অবস্থিত মসজিদুল হারামের ইমাম শেখ সৌদ আল-শুরাইমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সৌদি আরব সরকার। শুক্রবার তার ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়।
মসজিদুল হারামে দায়িত্বরত কয়েকজন ইমামের মধ্যে শুরাইম একজন। বিভিন্ন সময়ে তিনি রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে টুইটারে পোস্ট দিতেন এবং ইসলামি নিয়ম-কানুন ভঙ্গের সমালোচনা করতেন।
১৯৬৪ সালে রিয়াদে জন্ম নেয়া এই আলেম মক্কার উম আল-কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিশেষায়িত অধ্যাপকসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। তিনি পবিত্র এই শহরটির হাইকোর্টেরও একজন বিচারক।
তার কনিষ্ঠ ইমাম সৌদি আরবের আবদুর রহমান আল সুদাইস সৌদি রাজপরিবারের বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত। তবে দেশটির বাইরেও মুসলিম বিশ্বে বেশি প্রশংসিত শুরাইম।
সৌদি রাজপরিবারের নীতিকে অন্ধভাবে সমর্থনের জন্য বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন সুদাইস। মুসলিমরা একে ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন না।