বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সপ্তমবারের মত এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে ভারত।
শুরুতে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের দারুণ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ বড় সংগ্রহের আশা তৈরি করলেও মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় ২২২ রান করেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
মাত্র ২২৩ রানের টার্গেট হলেও জয় পেতে শেষ বল পর্যন্ত লড়াই করতে হয়েছে ভারতকে।
ভারতের ইনিংসের শুরুটা দেখে মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে তারা। দলীয় রান ৫০ পূর্ণ হওয়ার আগেই ফর্মে থাকা ওপেনার শেখর ধাওয়ান আর ওয়ান ডাউন আম্বাতি রাইয়ুডু আউট হয়ে ফিরে গেলেও মাত্র ২২৩ রান তাড়া করতে নামা ভারতীয় ব্যাটসম্যানদের খেলায় কোনো ধরণের চাপের চিহ্ন ছিল না।
ভারতীয় দলের কপালে প্রথমবার চিন্তার ভাঁজ দেখা দেয় ১৭তম ওভারে রুবেল হোসেনের বলে ব্যক্তিগত ৪৮ রান করে অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর।
তবে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি আর দিনেশ কার্তিকের ধীরস্থির জুটিতে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে ভারত। দিনেশ কার্তিককে লেগ বিফোর করে দু’জনের ৫৪ রানের জুটি ভাঙেন মাহমুদুল্লাহ।
আর ধোনিকে উইকেটকিপারের ক্যাচে পরিণত করে ম্যাচ জমিয়ে দেন মোস্তাফিজ।
সাত নম্বরে ব্যাট করতে নামা কেদার যাদব আগ্রাসী হয়ে উঠতে থাকলেও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আহত অবসর নিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। আবারো কিছুটা ব্যাকফুটে চলে যায় ভারত।
তবে রবীন্দ্র জাদেজা আর ভুবনেশ্বর কুমারের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে যখন ভারতের জয় প্রায় সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রুবেলের বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন জাদেজা।
পরের ওভারেই মোস্তাফিজের বলে অনেকটা একইভাবে প্যাভিলিয়নে ফেরত যান ভুবনেশ্বর কুমার।
কুমার আউট হওয়ার পর ইনজুরড কেদার যাদব আবারো নামেন ব্যাটিংয়ে। ৯ নম্বরে ব্যাট করতে নামা কুলদ্বীপ যাদবকে সাথে নিয়ে নিশ্চিত করেন ভারতের জয়।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বড় স্কোর করার সম্ভাবনা জাগিয়েও মাত্র ২২২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
পুরো টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিংয়ের ধারাটা যেমন ছিল, ফাইনালে দেখা যায় তার সম্পূর্ণ বিপরীত চিত্র।
সাধারণত লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে নামা মেহেদি হাসান মিরাজকে পাঠানো হয় লিটন দাসকে সঙ্গ দেয়ার জন্য।
আসরের প্রথম পাঁচ ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটির সর্বোচ্চ অবদান ছিল ১৬ রান। ফাইনালে প্রথম ২১ ওভারের মধ্যে ১২০ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে দারুণ চাপে ফেলেন লিটন আর মেহেদি।
তবে দূর্দান্ত শুরু করেও শেষপর্যন্ত ভারতের সামনে চ্যালেঞ্জিং স্কোরও দাড়া করাতে পারেনি বাংলাদেশ নিজেদের ব্যর্থতার কারণেই।
লিটন-মেহেদির ওপেনিং জুটি ভাঙার পর লোয়ার মিডল অর্ডারে নামা সৌম্য সরকার বাদে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানই দু্ই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেননি।