বদরুল আলম চৌধুরী, মৌলভীবাজারঃ শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের উদ্যোগে প্রকৃতির মাঝে রবের খুঁজে এই শ্লোগানকে সামনে রেখে (২৫ অক্টোবর) শুক্রবার, সকাল ৭টায় মৌলভীবাজার হতে ভোলাগঞ্জ, সাদাপাথর আনন্দ ভ্রমণ ২০১৯ অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগের সর্বপ্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন (রহঃ) মাজার শরিফ সিলেট জিয়ারত এর মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে একশত জন সদস্য অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহা সচিব মিজানুর রহমান রাসেল, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, যুগ্ম সাংগঠনিক সচিব সাইফুর রহমান চৌধুরী, অর্থ সচিব নাজমুল হোসাইন, প্রচার ও প্রকাশনা সচিব রোটাঃ দুলাল হোসেন জুমান, যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমেদ তপু, দপ্তর সচিব মোঃ সিরাজুল হাসান, যুগ্ম দপ্তর সচিব এসএম বশির আহমেদ, সমাজকল্যাণ সচিব এম জুনেদ আহমদ, যুগ্ম সমাজকল্যাণ সচিব ফয়েজ আহমদ। কার্যকরী পরিষদের সদস্য সোহেল আহমেদ, মোঃ হৃদয় খাঁন, এইচএম জাবেদুর রহমান সৌরভ, জেলাব্যাপী মেধা যাচাই পরিক্ষার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মোত্তাকিন শিপলু, সোহিন উদ্দিন, মোস্তাকিম আহমেদ টিটু, শেখ হাবিবুর রহমান, রুমেল আহমদ চৌধুরী, তৌফিক আলম নাঈম, ওমর ফারুক জুয়েল, মোহন দেব, শাহরিয়ার খাঁন সাকিব, মাহবুবুর খাঁন অপু, জামিল আহমদ, মোজাক্কির হোসেন, ইমদাদুল হক ইমরান, রোটাঃ তোফায়েল, এসএম কিবরিয়া, মূনাঈদ আহমদ মুন্না, আহমেদ রনি, সাকিব চৌধুরী, মুনাঈম আহমদ মুন্না, শেখ মোঃ মারুফ, মোঃ ফেরদৌস, আজিজুর রহমান, মোঃ নাঈমুর রহমান, মোঃ এমজাদ হোসেন, সাইদুর রহমান সায়েদ, ইমরুল হাসান ইমাদ, অজুদ আহমদ, শাহ মুমিন, রিয়াজ আহমদ, মুজাইদ আহমদ অপু, মোঃ জাবেদ হোসেন ইমন, আজিদ খাঁন, রাজ পিকলু, রাহি শাহ, মাহবুব আলম, হাসানুর রহমান, মখলিছুর রহমান, মিজানুর রহমান, মোঃ কামাল হোসেন, মোঃ আল-আলমীন, শাকিল আহমদ, রোহিন আহমদ, সাদিকুর রহমান, আব্দুল মুহিত রাফি, জুয়েল আহমদ জিসান, ফয়সাল আহমদ, মামুন আব্দুল্লাহ, রিমন আহমদ, শান্ত আহমদ, জুনেদ আহমদ, সিরাজুল ইসলাম, আব্দুল আহাদ, নজরুল ইসলাম, এহসানুল হাসান, জানিউল ইসলাম, আব্দুল খালিক, অাহসান হাবিব প্রমুখ। দিনব্যাপী সাদা পাথর এলাকা দর্শন, সাতার, খেলাধুলা ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ অাকর্ষণ ছিলো অানন্দ কুপন। মধ্যহ্ন ভোজ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।