ক্রিকেট-ফুটবল বাদে গত বছরটি আলোকিত করে রেখেছিলেন বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা। ধারাবাহিক সাফল্যে বছরের বেশির ভাগ সময় পাদপ্রদীপের আলোয় ছিলেন। তার স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালের বিশ্বের বর্ষসেরা আর্চারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি।
বিশ্ব আর্চারি ফেডারেশন তাদের ওয়েব সাইটে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা নির্বাচনের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যার অনলাইন ভোটিং শুরু হয়েছে আজ থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই ভোটিং ও বিশেষজ্ঞদের মাধ্যমে পরে চূড়ান্ত তালিকায় সেরাদের নাম প্রকাশ করা হবে।
রোমান সানা স্থান পেয়েছেন রিকার্ভ পুরুষ ক্যাটাগরিতে। এই তালিকায় আরও আছেন যুক্তরাষ্ট্রের ব্র্যাডি এলিসন, কোরিয়ার লি উ সিওক, মালয়েশিয়ার খাইরুল আনোয়ার মোহাম্মদ ও ইতালির মাওরো নেসপলি। আবার ব্রেকথ্রু ক্যাটাগরিতেও আছেন রোমান সানা। সেরা কোচিংয়ের সংক্ষিপ্ত তালিকাতে জায়গা পেয়েছেন বাংলাদেশের আর্চারি কোচ মার্টিন ফ্রেডরিকও।
সাফল্যে মোড়ানো বছর উপহার দেওয়াতেই এই তালিকায় রোমান সানা। মার্চে ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে রুপা জয় দিয়ে শুরু। জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ছিল অভাবনীয় সাফল্য। সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ জিতেছেন। সুবাদে ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়ে ক্রীড়াঙ্গনকে আলোড়িত করেছেন সবচেয়ে বেশি।
সেপ্টেম্বরেও ফিলিপাইনে এশিয়া কাপ র্যাংকিং প্রতিযোগিতাতেও মিলেছে সোনা। তার পর কাঠমান্ডু এসএ গেমসে তিনটি ইভেন্টের সবগুলোতে সোনা জিতেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ১৪টি পদক জিতে পুরো বছরটি সাফল্যে ভরপুর ছিল তার।
সূত্র, বাংলা ট্রিবিউন