আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের উচু ভবনগুলোর দুই তৃতীয়াংশই এশিয়ায় অবস্থিত। কাউন্সিল অব টল বিল্ডিংসের তথ্য অনুযায়ী, বিশ্বের উচু ভবনগুলোর মধ্যে ৬৩ শতাংশই এশিয়ায় অবস্থিত। এরমধ্যে পূর্ব এশিয়ায় অন্তত ৩ হাজার ৬শ’ উচু ভবন অবস্থিত। যেগুলোর উচ্চতা সর্বোচ্চ দেড়শো মিটার।
চীনে উচু ভবন রয়েছে অন্তত ২ হাজার ৩শ’ টি। উত্তর আমেরিকার চেয়ে বেশি সুউচ্চ ভবন রয়েছে এশিয়ায়। যুক্তরাষ্ট্রে উচু ভবন রয়েছে ৯শ’ ৪৩ টি। এছাড়াও ৩শ’ মিটারের সুউচ্চ ভবন রয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
দুবাইয়ের বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সবচেয়ে উচু ভবন হিসেবে পরিচিত। এটির উচ্চতা ৮শ’ ২৮ মিটার। এর পরের অবস্থানে রয়েছে সাংহাইয়ের সাংহাই টাওয়ার।