লাইজুল ইসলাম: বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়া রোহিঙ্গাদের সনাক্ত ও ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে একটি কর্মপরিকল্পনা হাতে নেয়া হবে বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
এছাড়া, বিদেশে থাকা রোহিঙ্গারা মেয়াদ উত্তীর্ন পাসপোর্টের মেয়াদ বাড়াতে দূতাবাসে আসলে তা জব্দ করা হবে বলেও জানান তিনি। বলেন, এদের কোনোভাবেই নতুন করে পাসপোর্টে মেয়াদ বাড়ানো হবে না। তদন্ত সাপেক্ষে রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশি পাসপোর্টধারী তিন রোহিঙ্গা তরুণকে চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দালালের মাধ্যমে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট পেয়েছে বলে পুলিশকে জানায়। রোহিঙ্গাদের হাতে এ রকম আরও পাসপোর্ট রয়েছে বলে গোয়েন্দাদের ধারণা। অনেকে সৌদি আরব ও মালয়েশিয়া গেছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। তবে এসব পাসপোর্টধারীদের চিহ্নিত করতে অধিদফতর এই মুহূর্তে আলাদাভাবে কোনও কাজ করছে না।
প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বিভিন্ন সময় অবৈধ প্রক্রিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে কত রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে তা জানাতে পারেনি পাসপোর্ট অধিদফতর। তাদের কাছে এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গত এক বছরে অবৈধ উপায়ে পাসপোর্ট সংগ্রহের অভিযোগে কমপক্ষে চারশ’ রোহিঙ্গা নারী ও পুরুষ গ্রেফতার হয়েছে। তারা দেশের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছে। এসব ঘটনায় মামলাও হয়েছে। এবিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানান যারা অবৈধ ভাবে পাসপোর্ট বানাতে রোহিঙ্গাদের সহায়তা করে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠিন আইনগত ব্যবস্থা নেয়া হবে।