বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ৬ জন নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- ব্রাক্ষণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মিনা খাতুন (২২) স্বামী শাহজাহান মিয়া, শাহানা খাতুন (২৫) স্বামী-আব্দুল কাদীর, হাফিজা খাতুন (১৯) পিতা মাহফুজ মিয়া, জরিনা বেগম (৩৮) স্বামী জালাল মিয়া, নাছিমা বেগম (৩৫) স্বামী- ফজলুল হক, ও রেশমা বেগম (৩৯) স্বামী- জাহাঙ্গীর মিয়া।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে একসাথে ছয়জন বোরকা পরিহিত নারীকে মিরপুর বাজারের সিএনজি ষ্ট্যান্ড ও বাস ষ্ট্যান্ড এলাকায় ঘুরতে দেখা যায়। দুপুর ১২ টার দিকে বাজারের দুলিয়াখাল রোডের ইমা ষ্ট্যান্ডে এক মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ওই ছয় নারীকে আটক করেন। পরে থানা পুলিশকে খবর দিলে সার্কেল এএসপি রাসেলুর রহমান ঘটনাস্থলে এসে আটক নারী ছিনতাইকারীদের উদ্ধার করে থানা নিয়ে আসেন।
এ ব্যাপারে বাহুবল-নবীগঞ্জের সার্কেল এএসপি রাসেলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের যাছাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।