বাবাবাবা ডাকি আমি নিজ মনে যারে,
তিনি আমায় ছেড়ে গেলেন পরোপাড়ে ।
এ মনযে মানে নাগো বুকযে ফেটে যায়,
দিবা নিশী অশ্রূ ঝরিছে বাবার মায়ায় ।
বাবা নেই এ পৃথিবী ছেড়ে গেলেন চলে,
কেউ ডাকবেন না কভু আমায় মা বলে ।
ওগো এ মনযে কেমন লাগে বাবা ছাড়া,
নীরবে নিভৃতে অন্তর কেঁদেই দিশাহারা ।
বাবার সব স্মৃতি সব কথাই মনে পড়ে,
শৈশব কৈশোর কাটে মোর বাবার ঘরে ।
বেড়েছি বাবার আদর সোহাগ শাসনে,
তাঁর চেয়ে নেই বড় কেহ এ হৃদয়াসনে ।
বাবা মিশে আছেন সুখে দুখে আনন্দে,
তাঁর স্মৃতি জীবনের প্রতিটি ছন্দে ছন্দে ।
আমার জানে মিশে আছে বাবার জান,
আজীবন তাঁর স্মৃতি বইবে এ মন প্রাণ ।
রোজই আমি করি দোয়া দুই হাত তুলে,
নামাজেও বসে কাঁদি আমি প্রাণ খুলে ।
আমার বাবা যেনগো বেহেস্ত নসীব হয়,
তুমি বাবাকে বেহেস্ত দিও ওগো দয়াময় ।
নিঃসন্দেহে কবিতা আমার প্রানের প্রিয়া,
তার বুকে বুক রেখে
চোখে চোখ রেখে বেঁধেছি আমার হিয়া