নিজস্ব প্রতিনিধিঃ গত ২মে ২০১৮ইং রোজ বুধবার সন্দ্যায় কুয়েতের ওয়াফরা হলরুমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কুয়েত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইমাম উদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এর বিষয় তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সদস্য আখলাকুল আম্বিয়া বাহার।
এসময় উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
প্রেস ব্রিফিং-এ জানানো হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ ইমাম উদ্দিন বাদলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া এবং তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য গত ২৪-১২-১০১৭ ইং তারিখে কুয়েত সিটির রাজধানী হোটেলে একটি সংবাদ সম্মেলন হয়, উক্ত সংবাদ সম্মেলনে একটি লিখিত পত্র পেশ করে কুয়েত যুবলীগের আহ্বায়ক এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ফাহাহিল মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন বিক্রমপুরী।আর এই বিষয়টি অসাংগঠনিক হওয়ায় বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে শাহাদাৎ হোসেন বিক্রমপুরীকে শোকজ করা হয়।
প্রেস ব্রিফিং-এ আরো জানানো হয়, আসছে সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কুয়েত কেন্দ্রীয় যুবলীগ, ফাহাহিল মহানগর আওয়ামীলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের যৌথ উদ্যোগে একটি মিটিং হয়।
তখন ঐ মিটিং-এ সকল নেতৃবৃন্দের অনুরোধে ও অতীতের সুন্দর সাংগঠনিক অবদানের কথা বিবেচনা করে বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার এর অনুমতি নিয়ে শাহাদাৎ হোসেন বিক্রমপুরীকে করা শোকজ প্রত্যাহার করার হয় এবং কুয়েত ফাহাহিল মহানগর যুবলীগের সভাপতি পদে শাহাদাৎ হোসেন বিক্রমপুরী পূর্ণবহাল করা হয়।