আ হ জুবেদঃ বাংলাদেশে তীব্র শীতে ৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কুয়েতের আমির শেখ সাবাহ্ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ্।
সোমবার বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসে কুয়েতের আমিরের এ শোক বার্তার খবরটি প্রকাশিত হয়।
কুয়েতের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী যথাক্রমে, শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল সাবাহ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে তাদের শোক বার্তা প্রেরণ করেন।
এদিকে, কুয়েতের জাতীয় সংসদের স্পিকার মারজৌক আলী আল-গানিম তীব্র শীতে অর্ধ শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শোকবার্তা প্রেরণ করেছেন।
বন্ধুপ্রতিম বাংলাদেশের অর্ধ শতাধিক মানুষের প্রাণহানিতে কুয়েতের আমির, দেশটির জ্যৈষ্ঠ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নাগরিকরা গভীর শোক প্রকাশের পাশাপাশি বাংলাদেশের যেকোনো দুঃসময়ে কুয়েত সরকার পাশে থাকবে বলে উক্ত প্রেরিত শোক বার্তায় উল্লেখ করা হয়।