আ হ জুবেদঃ সুস্থ আজকের প্রজন্ম, সুন্দর আগামীর ভবিষ্যৎ, এই স্লোগানকে প্রতিপাদ্য করে প্রতি বছরের মতো এবারো শুরু হয়েছে বাংলাদেশ স্টুডেন্টস্ ফুটবল টুর্নামেন্ট ২০১৯।
গত শুক্রবার (১৫ই নভেম্বর) কুয়েতের দাসমা আবুল হাসান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া অঙ্গন কুয়েতের উদ্যোগে আয়োজিত বাংলাদেশী স্টুডেন্টস্ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধন করেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।
কুয়েত দূতাবাসের জ্যৈষ্ঠ এ কর্মকর্তা টুর্নামেন্ট আয়োজকদের প্রশংসা করেন।
তিনি বলেন, দেশের সংস্কৃতি বিদেশে তুলে ধরা, অত্যন্ত গর্বের একটি বিষয়।
আগামীর ভবিষ্যৎ প্রজন্মদের স্বার্থে এ ধরনের আয়োজন যত বেশি হবে, ততই সুস্থ-সুন্দর জাতি গঠনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। বলেন, টুর্নামেন্ট উদ্বোধক, মোহাম্মদ আনিসুজ্জামান।
উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, জোহেন ইসলাম, আয়োজক কমিটির প্রধান রফিকুল ইসলাম ভুলু,মোহাম্মদ আলী হাজি, মিস্টারনুর মুজিব,কলামিস্ট নাসির উদ্দিন খোকন,আব্দুল কাদের মোল্লা,দৃষ্টিনন্দন সিলেটের সম্পাদক নিজামুর টিপু,সাংবাদিক সাদেক রিপন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ হ জুবেদসহ কুয়েতের বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা।
খেলা আয়োজক কমিটির প্রধান রফিকুল ইসলাম ভুলু বলেন, খেলাধুলায় ব্যস্ত থাকলে প্রবাসে অনেক অনৈতিক, অসামাজিক ও অবৈধ কাজ থেকে নিজেকে দূরে রাখা সম্ভব।
এছাড়াও খেলাধুলা সুস্থ ও সুন্দর জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ধরনের আয়োজনকে আরো বেগবান করতে প্রবাসী পরিবার গুলোর উপস্থিতি কামনা করেন, রফিকুল ইসলাম ভুলু।
বাংলাদেশ স্টুডেনস্ টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশি ছাত্রদের ৬টি টিম অংশগ্রহণ করে।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ইয়াং ব্যাচ ক্লাব বনাম জিলিব স্পোটিং ক্লাব ও বাংলাদেশ স্পোটিং ক্লাব বনাম ইউনাইটেড স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।