দীর্ঘ বিরতির পর সংযুক্ত আরব আমিরাতে আবার বাংলাদেশি শ্রমিক নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
দুবাইয়ের স্থানীয় সময় রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান এই ইঙ্গিত দিয়েছেন।
দুবাই ওয়ার্ল্ড সেন্টারে ১৬তম দুবাই এয়ারশোতে অংশগ্রহণের ফাঁকে বৈঠক করেন তারা।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছে না বলে জানান।
“জবাবে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান বলেছেন, পরবর্তী সাক্ষাতে আপনাকে এই বিষয়ে আর বলতে হবে না।”
বৈঠকে বাংলাদেশ থেকে চাল আমদানির সুযোগ রয়েছে বলে আবু ধাবির ক্রাউন প্রিন্সকে জানান প্রধানমন্ত্রী।
“তিনি বলেন, বাংলাদেশ উদ্বৃত্ত চাল উৎপাদনকারী দেশ। আপনারা চাল আমদানি করেন। আমাদের দেশের চাল আপনাদের চাহিদা অনুযায়ী আমদানি করতে পারেন।
“জবাবে শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান বাংলাদেশ থেকে চাল আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করে বলেছেন, শীঘ্রই আবু ধাবি থেকে বাংলাদেশে একটি প্রতিনিধি দল যাবে। তারা বাংলাদেশের চাল দেখবে। এরপর আবু ধাবির চাহিদা অনুযায়ী আমদানি করবে ।”
সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।