নিজস্ব প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির জেইন আল-ওতানিয়া রেস্টুরেন্টে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত শাখার উদ্যোগে মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সোলাইবিয়া শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নব গঠিত সোলাইবিয়া শাখার আহ্বায়ক ইলিয়াছ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মনির হুসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম ওমর ফারুক।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা শামিম আহমেদ সবুজ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত শাখার সাধারন সম্পাদক মাইনুল ইসলাম উজ্জল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নেওয়াজ নজরুল, কুয়েত যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল, কুয়েত স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদুল আলম, কুয়েত জাতীয় শ্রমিকলীগের সভাপতি কামাল হুসেন।
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, মইনুল আল-ইসলাম, আরিফুল ইসলাম, এনামুল হক, মীর হুসেন, শফিউর রহমান।
এ সময় ঢাকা থেকে টেলি-কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা রাশেদা হক কনিকা ও সংগঠনের বাহ্রাইন সভাপতি কয়েছ আহমেদ।
এদিকে মোহাম্মদ দেলোয়ার হুসেন দেলুকে সভাপতি ও মোঃ মনির হুসেনকে সাধারণ সম্পাদক করে কুয়েত, সোলাইবিয়া শাখার ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম ওমর ফারুক।