ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : অমর একুশে বই মেলায় এসেছে ডা. ফারহানা মোবিনের স্বাস্থ্য বিষয়ক তিনটি এবং ছোটদের একটি বই। স্বাস্থ্য বিষয়ক বইগুলো প্রকাশিত হয়েছে বিদ্যা প্রকাশনী (প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকা) এবং ছোটদের একটি বই ‘ঊড়ে যায় মুনিয়া পাখি প্রকাশ হয়েছে ছোটদের বই প্রকাশনী থেকে (প্রকাশক সালমা রেহানা)।
স্বাস্থ্য বিষয়ক বইগুলো হলো— ‘শরীর স্বাস্থ্য ও পুষ্টি (২০১২)’ ‘সবার আগে স্বাস্থ্য (২০১৩)’ ‘আসুন সুস্থ্য থাকি (২০১৮)’। বইগুলো পাওয়া যাবে অমর একুশে গ্রন্থ মেলায় বিদ্যা প্রকাশনীর ১৭৬নং স্টলে। আর ছোটদের বইটি পাওয়া যাবে ছোটদের বই প্রকাশনীর ৫২৪নং স্টলে।
লেখক ফারহানা মোবিনের জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতে। রাজশাহীর সরকারি পিএন গালর্স হাইস্কুল থেকে এসএসসি ও নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে এইচএসসি। পরবর্তীতে রাজধানীর শিকদার মহিলা মেডিকেল কলেজ থেকে সম্পন্ন করেন এমবিবিএস ডিগ্রি। স্নাতকোত্তর করছেন রোগতত্ত্ব বিভাগে (থিসিস পার্ট), বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিস এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে হৃদরোগের উপর সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। ২০১২ সাল থেকে তিনি রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন ঢাকা মহানগরীর স্কয়ার হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিদ্যা বিভাগে।
লিখে চলেছেন চতুর্থ শ্রেণি থেকে আজ পর্যন্ত। উনার লেখা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হতে থাকে পঞ্চম শ্রেণি থেকে। তিনি দৈনিক প্রথম আলোসহ দেশ-বিদেশের অগণিত সংবাদপত্র, ম্যাগাজিন, নিউজ পোর্টালে (হার্ডকপি, অনলাইন) নিয়মিত লেখালেখি করেন।
লেখালেখির পাশাপাশি তিনি সামাজিক কাজকর্মের সাথে সংযুক্ত। তিনি দৈনিক প্রথম আলো বন্ধুসভার একজন কর্মী। ২০০৫ সালে তিনি দৈনিক প্রথম আলো ঢাকা মহানগর বন্ধু সভার সাহিত্য সম্পাদক হিসাবে কিছুদিন কাজ করেছেন।
তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মসূচির সাথে সংয্ক্তু এবং বর্তমানে তিনি চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর ডিগ্রির জন্য অধ্যায়নরত। তার বাবা- মৃত আব্দুল মোবিন, মা- ফেরদৌসী বেগম, স্বামী- সাইদুজ্জামান রওশন।
তার ভাই লেখক ড. ইফতেখার মোবিন এবং বোন লেখক ফারজানা মোবিন। তিনি মরণোত্তর তার দুই চোখ, হৃৎপিন্ড, ফুসফুস, লিভার, কিডনী ও প্যানক্রিয়াস দান করেছেন।