বিশেষ প্রতিবেদকঃ ফতুল্লা থানা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার সাঈদ রেজা খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রেখে ছাত্র দলের রাজনীতিতে সক্রিয় ভাবে নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে আসছি। দলের কর্মসূচি পালন করতে গিয়ে অনেক হামলা মা
মলা জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। রাজনীতি করতে গিয়ে অনেক হয়রানীর শিকার হতে হয়েছে আমার পরিবারকে। তারপরও রাজনীতি থেকে পিছ-পা হইনি। আমি মনে করি, মানুষের সেবা করার অন্যতম মাধ্যম হচ্ছে রাজনীতি। আমি রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চাই। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি গণমানুষের দল, আর ধানের শীষ উন্নয়নের প্রতিক। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ উন্নয়নের ছোয়া পাবে। তখন আমি দলের কর্মী হিসেবে মানুষের সেবা করার সুযোগ পাবো। আমার কোন চাওয়া পাওয়া নেই। দলের জন্য কাজ করছি, করে যাব। মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় পাওয়া। তবে, রাজনীতি করতে গেলে পদ-পদবীর প্রয়োজন আছে। জেলা ছাত্র দলের কমিটি এসেছে, অচিরেই সাতটি থানায় কমিটি হবে।
আমি ফতুল্লা থানা ছাত্র দলের সভাপতি প্রার্থী। আমি আশা নয় বিশ্বাস করি, দলের নীতি নির্ধারকগণ বিগত দিনে দলের জন্য ত্যাগ এবং রাজনৈতিক কর্মকান্ড বিচার বিশ্লেষন করে ফতুল্লা থানা ছাত্র দলের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দিবেন।