খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৬ অক্টোবর) জন্ম দিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ, বাংলাদেশ। সকালে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে মরহুমের কবরে পুস্পস্থবক অর্পণ, মিলাদ, দো’আ ও কবর জিয়ারত করেন এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ, বাংলাদেশ এর সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ এর সভাপতি সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ তৌফিক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু.ইমাদ উদ দীন, সদস্য সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মো: বদরুল আলম, এ্যাডভোকেট হাফিজ আব্দুল আলীম, সাংবাদিক হোসাইন আহমদ, মো: শেকুল ইসলাম তালুকদার প্রমুখ। মরহুম এম সাইফুর রহমান কর্মময় জীবনে তার অনন্য গুণে মানুষের হ্রদয়ে ঠাঁই করে নিয়ে ছিলেন। দেশ দুনিয়ায় নাম কুড়ানো মৌলভীবাজারের বাহারমর্দনের সেই ছেলেটি দেশের অন্যতম অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে ১২ বার সংসদে বেশ সফলতার সাথে বাজেট পেশ করেছেন। কর্মে তাঁর অনন্য গুণ তিনি উন্নয়নের যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নও করতেন। এটাই তার অবিচল আস্থা বিশ্বাস আর কাজের প্রতি নিখাঁদ আন্তরিকথা ও কর্তব্যকর্মে দ্বায়িত্বশীলতার নজির। নিজ জন্মস্থান মৌলভীবাজার সহ পুরো সিলেট বিভাগেই রয়েছে তার চোখ ধাধাঁনো উন্নয়নের চোখ।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তিনি এক মর্মান্তিক সড়ক র্দূঘটনায় নিহত হন। তার শেষ ইচ্চানুযায়ী গ্রামের বাড়ি বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।