মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উওরসূরী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭১তম শুভ জন্ম বার্ষিকী উপলক্ষে কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ২০১৭ রোজ বৃহস্পতি বার কুয়েত সিটির গুলশান হোটেলে এক আনন্দঘন পরিবেশে কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি মাসিক মেরুরেখা সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রউফ মাওলার সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহিদুল হকের সাবলীল সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আঃকালাম আজাদ, সহ সভাপতি লুৎফুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা হেদায়াত উল্লাহ। পরে মহান মুক্তিযোদ্ধ ও ১৫ আগষ্টসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
দেশরত্ন ডিজিটাল বাংলার রুপকার গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অগ্রগতি মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে প্রধান মন্ত্রীর সাফল্য ও বর্তমান রাজনীতি প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ মোরর্শেদ আলম বাদল, যুগ্ম সাধারন সম্পাদক আঃরহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ করিম, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কুয়েত শাখার সভাপতি মঈনুল আল ইসলাম, কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক কমিউনিটি নেতা হোসেন মোরাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, কুয়েতস্হ আমেরিকা দূতাবাস কর্মকর্তা বিশিষ্ট সংগঠক ফুয়াদ আহমদ, ক্রীড়া সম্পাদক তাজ উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মতিন আকন্দ, সাবেক ছাত্রনেতা শামীম আহমদ, ফারুক আহমদ, নয়ন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কুয়েত আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন। সকলের উপস্হিতিতে জননেত্রীর শুভ জন্ম দিনের কেক কাটেন।পরে দেশ ও জাতীর মঙ্গল ও নেত্রীর দীর্ঘায়ু কামনা করে দোআ ও মোনাজাত পরিচালনা করেন লুৎফুর রহমান।