আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মির সীমান্তে সেনা হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান সরকার। আজ (মঙ্গলবার) ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার জেপি সিং-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদের কথা জানানো হয়েছে।
গত এক সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় বার ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হলো।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছেন, ভারতীয় বাহিনী গোটা অঞ্চলের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। কিন্তু তাদের এ ধরনের পদক্ষেপের কারণে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে।
গতকাল পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর হামলায় চার পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এর জবাবে পাল্টা হামলায় তিন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছে। তবে ভারত দাবি করেছে, তারা পাকিস্তানের সাত সেনাকে হত্যা করেছে। (পার্সটুডে)