আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র উমরাহ ও হজ করতে এবং পবিত্র ক্বাবা তাওয়াফ আসা মানুষদের জন্য মক্কা নগরীতে আগামী ছয় মাসের মধ্যে ডেডিকেটেড ট্যাক্সি সার্ভিস চালু হতে যাচ্ছে।
মক্কা ইকনমিক ফোরাম বৈঠকের সাইডলাইনে এ তথ্য প্রকাশ করেন পাবলিক ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান রুমাইহ আল-রুমাইহ।
তিনি জানান, ”হারাম ক্যাবস” নামের এ ট্যাক্সিগুলোর চলাচল কেবল হারাম শরীফের মধ্যাঞ্চলেই সীমিত থাকবে আর এ এলাকায় সাধারণ ট্যাক্সিগুলোকে ঢুকতে দেয়া হবে না।
উমরাহকারী ও হাজীদের সুবিধার্থে হারাম ক্যাবস-এর গাড়িগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষায় নির্দেশনা লেখা থাকবে। একজন বিনিয়োগকারী লাইসেন্স নিয়ে ২০০টি ট্যাক্সি নামাতে পারবেন। সূত্র : সউদি গেজেট