নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নিখোঁজ হওয়ার ২২ দিন পর নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের বস্তাবন্দি তিন টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টায় নগরীর আমলাপাড়ায় একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, দুই দিন আগে প্রবীর চন্দ্র ঘোষের ব্যবসায়িক অংশীদার পিন্টু দেবনাথ ও তাঁর এক বন্ধুকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী নিহত প্রবীরের ব্যবসা কেন্দ্র থেকে ৫০০ গজ দূরে পিন্টু দেবনাথের ভাড়াবাড়ির সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় তিন টুকরো লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ব্যবসায়িক স্বার্থে তাঁকে হত্যা করা হয়েছে।
গত ১৮ জুন রাত সাড়ে ৯টায় নগরীর কালীর বাজার এসি ধর সড়ক থেকে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ নিখোঁজ হন। একদিন পর তাঁর বাবা ভোলানাথ ঘোষ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর প্রবীর চন্দ্র ঘোষকে উদ্ধারের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি, মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন স্বর্ণ ব্যবসায়ীরা।