স্টাফ রিপোর্টার।। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের জনতার বাজার স্থানে রবিবার (১৯ জুলাই) এ ঘটনা ঘটে সড়ক দূর্ঘটনায় ৭ মাসের শিশু মারিসা আক্তার নিহত এবং তার পিতা-মাতা ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি শেরপুর হাইওয়ে পুলিশ আটক করেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায়
ভর্তি করা হয়েছে।
নিহত শিশু ও তার পিতা-মাতার বাড়ি বানিয়াচং থানার কুলন্সকান্দি ইউনিয়নের বলিশাল গ্রামে।ওই শিশু ও মাসহ ব্যরিস্টার পিতা রেজা আহমদ চৌধুরী শ্বশুর বাড়ি মৌলভীবাজারে ঈদের দাওয়াতে যাওয়ার পথে উক্ত দূর্ঘটনায় পতিত হন। পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, খুলন্সকান্দি ইউপির প্রাক্তন চেয়ারম্যান সুফি আহমদ চৌধুরীর ছেলে ব্যরিস্টার রেজা আহমদ চৌধুরী গত রবিবার স্বপরিবারে শ্বশুর বাড়ি মৌলভীবাজারে ঈদের দাওয়াতে একটি সিএনজি নং (মৌলভী বাজার-থ-১১ ৫২৩৮) যোগে রওয়ানা দেন।
পথিমধ্যে ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জে গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারস্থ কাশফুল সংলগ্ন স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী মাইক্রো নং ( ঢাকা- মেট্রো- চ-১৩-৬৯১৯) সিএনজিকে ধাক্কা দিলে দূর্ঘটনায়
পতিত হয়। এ ঘটনায় ব্যরিস্টারর রেজা আহমদ (৩৩), তার স্ত্রী শাম্মী আক্তার (৩০), ৬ মাসের শিশু কন্যা মারিসা আক্তার ও সিএনজি চালক ইমরান মিয়া (২৮) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন এদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে শিশু মারিসার মৃত্যু ঘটে। তার মা ও সিএনজি চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত গাড়ী দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আটক করেছেন বলে হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ নিশ্চিত করেছেন।
এদিকে দূর্ঘটনায় হতাহতের খবর পেয়ে বলিশাল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক মাইক্রোর কারণে নানা বাড়ি বেড়ানো হলোনা শিশু মারিসার।