মিরপুর টেস্টে মাঠে নামার আগে সাকিব আল হাসান পেয়েছেন বিশেষ এক সংবাদ। সামনে বাবা হচ্ছেন তিনি। গতকাল সাকিবকে দেখা গেল অনুশীলনেও সবার আগে। জাতীয় দলের হয়ে তিন ফরমেটের ক্রিকেটের সেরা পারফরমার এখন শুধু বাবা হওয়ার স্বপ্নে বিভোর তা নয়। ক্রিকেটেও দুটি নতুন মাইলফলক ষ্পর্শ করা সুযোগ এখন তার সামনে। তিন ফরমেটের ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করতে সাকিব আল হাসানের প্রয়োজন আর ৭ উইকেট। এর আগে চট্টগ্রাম টেস্টে সাকিব ব্যাট হাতে ৪৭ রান করে সব ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ক্রিকেট ইতিহাসে তিন ফরমেটে ৮ হাজার রান ও ৪’শ উইকেটের গৌরব কেবল ৪ জন খেলোয়াড়ের। ব্যাট হাতে সাকিবের সব মিলিয়ে সংগ্রহ ৮০১৩ রান। জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি, সনৎ জয়াসুরিয়া ও ক্রিস কেয়ানর্সের পর ৫ম ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে নাম উঠতে পারে সাকিব আল হাসানের। টেস্টে ‘১৫০‘ পূর্ণ হতে সাকিবের প্রয়োজন আর ৩ উইকেট। বাংলাদেশের হয়ে ৪১ টেস্ট খেলে ১৪৭ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন তিনিই। দেশের হয়ে টেস্টে সাকিব ছাড়া ১০০ উইকেটের কৃতিত্ব রয়েছে কেবল সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের।
২৮ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার সাকিবের অভিষেক হয় ২০০৭ সালে ভারতের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অভিষেক উইকেট পেতে সাকিবকে অপেক্ষা করতে হয় তৃতীয় টেস্ট পর্যন্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে সাকিব নিয়েছিলেন ২টি উইকেট।