ডেস্ক নিউজ : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন উপ-নির্বাচনে আওয়ামীলীগ থেকে ভোটাধিকার বলে ২৭ ভোট পেয়ে স্থানীয়ভাবে মনোনয়ন পেয়েছে দুলালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ। দুলালপুর ইউনিয়ন উপ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিল ৪ জন।
একাধিক প্রার্থী থাকায় গত ২৩ ফেব্রুয়ারী উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সংলগ্ন শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুলালপুর ইউনিয়নের ৮৭ জন কাউন্সিলাদের ভোট গ্রহন করা হয়। এতে আওয়ামীলীগ থেকে ৪ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মধ্যে মেরাজুল ইসলাম মেরাজ ২৭ ভোট পেয়ে প্রথম, মোসা: মরিয়ম বেগম ২১ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ মহসিন নাজির ১৫ ভোট পেয়ে তৃত্বীয় এবং মোঃ মাসুদ পারভেজ ১৩ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-৩, শিবপুর আসনের সাবেক এমপি আলহাজ¦ জহিরুল হক ভ‚ইয়া মোহন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক আলহাজ¦ সামসুল আলম ভ‚ইয়া রাখিল, সহ সভাপতি সালাউদ্দিন খান অরুন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভ‚ইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত ইয়াসহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।