মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ট্রাফিক দুর্ঘটনায় ১১২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (০৭ আগস্ট) এক বিবৃতিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান দুবাই পুলিশ।
বিবৃতিতে বলা হয়, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারির শুরু থেকে জুনের শেষ পর্যন্ত দুবাইয়ে ১ হাজার ৪শ ৭২ দুর্ঘটনায় ১১২ জন নিহত ও ১ হাজার ৩৭ জন আহত হয়েছেন।
একই সময়ে গত বছর ১হাজার ৫শ ২৬ দুর্ঘটনায় শুধুমাত্র ৭৭ জন নিহত ও ১হাজার ৭৩ জন আহত হয়ে ছিলো।
দুবাই ট্রাফিক পুলিশের পরিচালক ব্রিগেডিয়ার সাইফ মুহাইর আল মাযরোই বলেন, দ্রুত গাড়ি চালানো এবং রাস্তা ব্যবহারকারীদের হঠাৎ সড়কে বিচরণই এ দুর্ঘটনার দায়ী।