আন্তর্জাতিক ডেস্ক : মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ভারতে ফিরতে চান। ভারতে ফিরে করতে চান আত্মসমর্পণও। তবে এ জন্য তিনি কিছু শর্ত জুড়ে দিয়েছেন। দাউদের আইনজীবী শ্যাম কেসওয়ানি এসব কথা জানান।
শ্যাম কেসওয়ানি দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল ইব্রাহিম কাসকরের আইনজীবী। তিনি একই সঙ্গে দাউদেরও আইনজীবী বলে দাবি করেন।
মহারাষ্ট্রের থানে আদালত চত্বরে মঙ্গলবার দাউদের আত্মসমর্পণ সম্পর্কে শ্যাম কেসওয়ানি বলেন, আত্মসমর্পণের ব্যাপারে দাউদ ইব্রাহিম কয়েকটি শর্ত দিয়েছেন। এর মধ্য অন্যতম হলো তাঁকে মুম্বাইয়ের কড়া নিরাপত্তাবেষ্টিত আর্থার রোড কারাগারে রাখতে হবে।
দাউদ ইব্রাহিম একই শর্ত কয়েক বছর আগে রাজ্যের কেন্দ্রীয় সাবেক মন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী রাম জেঠ মালানির মাধ্যমে দিয়েছিলেন। কিন্তু ভারত সরকার তখন তা নাকচ করে দিয়েছিল। কারণ, ভারত সরকার তাঁকে ফিরিয়ে আনতে কোনো ধরনের শর্ত আরোপে যেতে চায় না।