আ হ জুবেদঃ প্রশ্নটি ছিল ঠিক এরকম যে, আপনি কী বাংলাদেশের এক দুটি টিভি চ্যানেলের নাম বলতে পারবেন?
বেশ কিছু এই প্রজন্মের তরুণ তরুণীদেরকে উক্ত প্রশ্নটি করা হয়েছিল।
কিন্তু কী অবাক কাণ্ড! কেউই বলতে পারেনি অন্তত একটি চ্যানেলের নাম।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের একটি শহরে।
এক উপস্থাপিকা দিদি সেখানকার তরুণ তরুণীদের দ্বারে দ্বারে গিয়ে বাংলাদেশের টিভি চ্যানেলের নাম জানতে চাইলে সবাই তার জবাবে জানিনা বলেই দিদিকে আশাহত করেছে।
অথচ এই চিত্রটি যদি আমাদের বাংলাদেশে হতো।
অর্থাৎ আমাদের বাংলাদেশের তরুণ তরুণীদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে, ভারতের কতটি টিভি চ্যানেল আছে এবং সেসব চ্যানেলের নাম কি?
আমি হলফ করে বলতে পারি যে, আমাদের ছেলে মেয়েরাই শুধু নয়, তাদের মায়েরাও মুহূর্তের মধ্যেই সব গুলো ভারতীয় টিভি চ্যানেলের নাম বলে দিতে পারবে।
ভালো, এটিও এক ধরনের ভালো অভিজ্ঞতার বহিঃপ্রকাশ।
এদিকে দীর্ঘদিনের অভিযোগ এই যে, স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা টিভি গুলোর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এর চরম নেতিবাচক প্রভাব পড়ছে।
তবুও কী ভারতীয় টিভি প্রীতি আমরা ভুলতে পেরেছি?