Menu |||

ডিসেম্বরের শুরুতেই ‘মুজিব বর্ষ’ নিয়ে নিউ ইয়র্ক সরগরম

স্থানীয় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে দুই দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে স্কলাস্টিকা মিলনায়তনে।

সভাপতিত্ব করেন ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক বিজ্ঞানী নূরন্নবী। সম্মেলন কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল কাদের মিয়াকে পাশে নিয়ে প্রস্তুতি সভার সঞ্চালনা করেন সদস্য-সচিব ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

এসময় জানানো হয়, আগামী বছরের ২৮ ও ২৯ মার্চ নিউ ইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে ‘মুজিব বর্ষ’ উপলক্ষে অনুষ্ঠিতব্য সম্মেলনে থাকবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, কাব্য জলসা, বইমেলা ও জয়বাংলা কনসার্ট। দেশ ও প্রবাসের খ্যাতিমান ব্যক্তিরা ছাড়াও বঙ্গবন্ধুকে জানেন এমন বিদেশিরা থাকবেন সম্মেলনের বিভিন্ন পর্বে। এ ব্যাপারে প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৬৭ হাজার ডলার। এ তহবিল সংগ্রহে কমিটির সকলে একযোগে চেষ্টার অঙ্গীকার করেন।

প্রস্তুতি সভায় বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রেজাউল বারি, লেখক বেলাল বেগ, সংগঠক রেফায়েত উল্লাহ চৌধুরী, মিশুক সেলিম, সুব্রত তালুকদার, শুভ রায়, জাফরউল্লাহ, এটিএম রানা, এটিএম মাসুদ, শাহাবউদ্দিন চৌধুরী লিটন, স্বীকৃতি বড়ুয়া, মোর্শেদ আলম, আমজাদ হোসেন, তাহমিনা শহীদ, মুমু আনসারী প্রমুখ।

এ সম্মেলন কমিটিতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও প্রতিনিধি রয়েছেন। তারাও নিজ নিজ রাজ্য থেকে বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান পরিবেশন করবেন এবং নিজ নিজ সিটিতেও মুজিব বর্ষ উপলক্ষে সভা-সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করবেন।

এদিকে, মুজিব বর্ষ উপলক্ষে নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক একটি ভেন্যুতে উৎসবের প্রস্তুতি নিচ্ছে নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট।

শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পিএস ৬৯ এ ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস’ (বিপা)-র ‘আনন্দ তরঙ্গ’ সমাবেশে বক্তব্যকালে কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, “মুজিব বর্ষ উপলক্ষে আমরা প্রবাস প্রজন্মের সমন্বয়ে বিশেষ একটি উৎসবের প্রস্তুতি নিয়েছি। সেজন্য জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ১৭ মার্চের আগ পর্যন্ত টানা দু’মাস রিহার্সেল চলবে কন্স্যুলেট ভবনে। নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী শতাধিক শিশু-কিশোর এই রিহার্সেলে অংশগ্রহণের সময়েই জাতিরপিতা এবং তার অবিস্মরণীয় নেতৃত্ব সম্পর্কে জানতে সক্ষম হবে।”

“পারষ্পারিক চেনাজানার দিগন্ত প্রসারিত হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন্দ্রিক একটি নেটওয়ার্কে তারা একিভ’ত হতে সক্ষম হবে। এজেন্যে অভিভাবকদের আন্তরিক সহায়তা চাচ্ছি।“

নিউ ইয়র্কে বাংলা ভাষা ও সংস্কৃতির ফল্গুধারা নতুন প্রজন্মে প্রবাহিত করতে বহুবছর যাবত কর্মরত এই ‘বিপা’র উদ্যোগেও শিশু-কিশোর উৎসবের প্রস্তুতি চলছে মুজিব বর্ষে। আবৃত্তি, দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য বিষয়ে অনূর্দ্ধ ১৮ বছরের তরুণ-তরুণীদের মধ্যে ‘বিষয়ভিত্তিক প্রতিভা অন্বেষণ’ করা হচ্ছে। এজন্য বিপার ক্যাম্প বসবে ৪ জানুয়ারি শনিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রঙ্কসের পিএস ১০৬, ৫ জানুয়ারি রোববার একই সময়ে ব্রুকলিনে পিএস ১৭৯, ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জ্যামাইকায় পিএস ১৮২, ১২ জানুয়ারি রোববার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উডসাইডে পিএস-১২ তে। বিপার পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতি বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্টসংখ্যক তরুণ-তরুণী বাছাই করা হবে।

নির্বাচিত এসব তরুণ-তরুণী বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৪ মার্চ পরিকল্পিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবে। চিত্রাঙ্কন কর্মশালার পর অংশগ্রহণকারিরা চিত্রাঙক্ন করবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ।’ প্রতিভা অন্বেষণে অংশ নেওয়া সকলকে বিশেষভাবে আপ্যায়ন করা হবে ১৫ মার্চ। অংশ নিতে আগ্রহী এবং উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে বলা হয়েছে নিম্মোক্ত নম্বরগুলোতে-

৯১৭-৬৭৪-৪৭৪৬, ৬৪৬-২৭০-৪৯৯৫, ৯২৯-২৯৩-৫৫৩৬, ৯১৭-৮২৫-৭৩০৯, ৬৪৬-৩০০-১৪০১ অথবা ৩৪৭-২৩৭-১৬২৮।

সূত্র, বিডিনিউজ২৪

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
কুয়েতে সংবর্ধিত হলেন মুরাদুল হক চৌধুরী
কুয়েতে প্রবাসী নারীদের সংগঠন উদযাপন করেছে পহেলা বৈশাখ
কুয়েত বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কুয়েতে বাংলাদেশ ভবনে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসীদের শুভেচ্ছা বিনিময়
মালয়েশিয়ার মিনি ঢাকায় ‘রেস্টুরেন্ট মনির ভাই’ উদ্বোধন
গ্রীন ক্রিসেন্ট সোসাইটির পক্ষে ঈদ সামগ্রী বিতরণে কুয়েতের সহায়তা
বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পক্ষে মারা যাওয়া প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা
কুয়েতে প্রবাসী তরুণদের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
কুয়েত যুবলীগের কর্মী সভা, ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কুয়েতে মুরাদুল হক চৌধুরীকে সম্মাননা

» তাপপ্রবাহ: প্রাথমিক বিদ্যালয় ৭ দিন বন্ধ ঘোষণা

» মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

» কুয়েতে সংবর্ধিত হলেন মুরাদুল হক চৌধুরী

» সংযুক্ত আরব আমিরাতে ঝড়বৃষ্টিতে মৃত বেড়ে ৪

» তাপদাহ: প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ

» কুয়েতে প্রবাসী নারীদের সংগঠন উদযাপন করেছে পহেলা বৈশাখ

» কুয়েত বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

» কুয়েতে বাংলাদেশ ভবনে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসীদের শুভেচ্ছা বিনিময়

» মালয়েশিয়ার মিনি ঢাকায় ‘রেস্টুরেন্ট মনির ভাই’ উদ্বোধন

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ডিসেম্বরের শুরুতেই ‘মুজিব বর্ষ’ নিয়ে নিউ ইয়র্ক সরগরম

স্থানীয় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে দুই দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে স্কলাস্টিকা মিলনায়তনে।

সভাপতিত্ব করেন ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক বিজ্ঞানী নূরন্নবী। সম্মেলন কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল কাদের মিয়াকে পাশে নিয়ে প্রস্তুতি সভার সঞ্চালনা করেন সদস্য-সচিব ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

এসময় জানানো হয়, আগামী বছরের ২৮ ও ২৯ মার্চ নিউ ইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে ‘মুজিব বর্ষ’ উপলক্ষে অনুষ্ঠিতব্য সম্মেলনে থাকবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, কাব্য জলসা, বইমেলা ও জয়বাংলা কনসার্ট। দেশ ও প্রবাসের খ্যাতিমান ব্যক্তিরা ছাড়াও বঙ্গবন্ধুকে জানেন এমন বিদেশিরা থাকবেন সম্মেলনের বিভিন্ন পর্বে। এ ব্যাপারে প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৬৭ হাজার ডলার। এ তহবিল সংগ্রহে কমিটির সকলে একযোগে চেষ্টার অঙ্গীকার করেন।

প্রস্তুতি সভায় বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রেজাউল বারি, লেখক বেলাল বেগ, সংগঠক রেফায়েত উল্লাহ চৌধুরী, মিশুক সেলিম, সুব্রত তালুকদার, শুভ রায়, জাফরউল্লাহ, এটিএম রানা, এটিএম মাসুদ, শাহাবউদ্দিন চৌধুরী লিটন, স্বীকৃতি বড়ুয়া, মোর্শেদ আলম, আমজাদ হোসেন, তাহমিনা শহীদ, মুমু আনসারী প্রমুখ।

এ সম্মেলন কমিটিতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও প্রতিনিধি রয়েছেন। তারাও নিজ নিজ রাজ্য থেকে বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান পরিবেশন করবেন এবং নিজ নিজ সিটিতেও মুজিব বর্ষ উপলক্ষে সভা-সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করবেন।

এদিকে, মুজিব বর্ষ উপলক্ষে নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক একটি ভেন্যুতে উৎসবের প্রস্তুতি নিচ্ছে নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট।

শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পিএস ৬৯ এ ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস’ (বিপা)-র ‘আনন্দ তরঙ্গ’ সমাবেশে বক্তব্যকালে কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, “মুজিব বর্ষ উপলক্ষে আমরা প্রবাস প্রজন্মের সমন্বয়ে বিশেষ একটি উৎসবের প্রস্তুতি নিয়েছি। সেজন্য জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ১৭ মার্চের আগ পর্যন্ত টানা দু’মাস রিহার্সেল চলবে কন্স্যুলেট ভবনে। নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী শতাধিক শিশু-কিশোর এই রিহার্সেলে অংশগ্রহণের সময়েই জাতিরপিতা এবং তার অবিস্মরণীয় নেতৃত্ব সম্পর্কে জানতে সক্ষম হবে।”

“পারষ্পারিক চেনাজানার দিগন্ত প্রসারিত হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন্দ্রিক একটি নেটওয়ার্কে তারা একিভ’ত হতে সক্ষম হবে। এজেন্যে অভিভাবকদের আন্তরিক সহায়তা চাচ্ছি।“

নিউ ইয়র্কে বাংলা ভাষা ও সংস্কৃতির ফল্গুধারা নতুন প্রজন্মে প্রবাহিত করতে বহুবছর যাবত কর্মরত এই ‘বিপা’র উদ্যোগেও শিশু-কিশোর উৎসবের প্রস্তুতি চলছে মুজিব বর্ষে। আবৃত্তি, দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য বিষয়ে অনূর্দ্ধ ১৮ বছরের তরুণ-তরুণীদের মধ্যে ‘বিষয়ভিত্তিক প্রতিভা অন্বেষণ’ করা হচ্ছে। এজন্য বিপার ক্যাম্প বসবে ৪ জানুয়ারি শনিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রঙ্কসের পিএস ১০৬, ৫ জানুয়ারি রোববার একই সময়ে ব্রুকলিনে পিএস ১৭৯, ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জ্যামাইকায় পিএস ১৮২, ১২ জানুয়ারি রোববার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উডসাইডে পিএস-১২ তে। বিপার পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতি বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্টসংখ্যক তরুণ-তরুণী বাছাই করা হবে।

নির্বাচিত এসব তরুণ-তরুণী বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৪ মার্চ পরিকল্পিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবে। চিত্রাঙ্কন কর্মশালার পর অংশগ্রহণকারিরা চিত্রাঙক্ন করবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ।’ প্রতিভা অন্বেষণে অংশ নেওয়া সকলকে বিশেষভাবে আপ্যায়ন করা হবে ১৫ মার্চ। অংশ নিতে আগ্রহী এবং উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে বলা হয়েছে নিম্মোক্ত নম্বরগুলোতে-

৯১৭-৬৭৪-৪৭৪৬, ৬৪৬-২৭০-৪৯৯৫, ৯২৯-২৯৩-৫৫৩৬, ৯১৭-৮২৫-৭৩০৯, ৬৪৬-৩০০-১৪০১ অথবা ৩৪৭-২৩৭-১৬২৮।

সূত্র, বিডিনিউজ২৪

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
কুয়েতে সংবর্ধিত হলেন মুরাদুল হক চৌধুরী
কুয়েতে প্রবাসী নারীদের সংগঠন উদযাপন করেছে পহেলা বৈশাখ
কুয়েত বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কুয়েতে বাংলাদেশ ভবনে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসীদের শুভেচ্ছা বিনিময়
মালয়েশিয়ার মিনি ঢাকায় ‘রেস্টুরেন্ট মনির ভাই’ উদ্বোধন
গ্রীন ক্রিসেন্ট সোসাইটির পক্ষে ঈদ সামগ্রী বিতরণে কুয়েতের সহায়তা
বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পক্ষে মারা যাওয়া প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা
কুয়েতে প্রবাসী তরুণদের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
কুয়েত যুবলীগের কর্মী সভা, ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


এই বিভাগের অন্যান্য সংবাদ



আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (বিকাল ৪:৫৪)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

Exchange Rate

Exchange Rate EUR: বৃহঃ, ২৫ এপ্রি.

সর্বশেষ খবর



Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 / +8801920733632

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।