আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজধানী টোকিও’র উত্তরে জোসো শহরে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা হঠাৎ করে ভয়াবহ আকার ধারণ করেছে। কিনুগাওয়া নদীতে সৃষ্ট সুনামির মতো বড় বড় ঢেউ বৃহস্পতিবার শহরে আছড়ে পড়ে। খবর বিবিসি ও আলজাজিরার।
টোকিও থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত শহরটির ৯০ হাজারেরও বেশি বাসিন্দা ইতোমধ্যে তাদের ঘর-বাড়ি ছেড়েছে। আটকে পড়াদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হচ্ছে।
দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া এক নারী নিখোঁজ রয়েছে।
এইচি’র প্রশাসনিক এলাকায় ঘণ্টাপ্রতি ১২৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া মৌসুমী ঝড়ের পরদিনই বৃষ্টিপাত শুরু হয়। তোচিগি এলাকায় গত ২৪ ঘণ্টায় ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে রেকর্ড করা হয়েছে। যা সেপ্টেম্বর মাসের সাধারণ বৃষ্টিপাতের তুলনায় দ্বিগুন।
বৃষ্টি, প্রবল বাতাস ও বন্যা অব্যাহত থাকায় অনেক এলাকার বৈদ্যুতিক সংযোগ এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানের ফ্লাইট ও বুলেট ট্রেনের চলাচল।
দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় তার সরকার সর্বোচ্চ চেষ্টা চালাবে।