আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, খুব শিগগিরই তারা জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের সমর্থন চাইবে।
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ২৩ ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়ে এ আবেদন তুলে ধরতে পারেন। সে সময় তিনি নিরাপত্তা পরিষদের সামনে ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী সোমবার রাতে আরও বলেছেন, দখলদারদের মোকাবিলায় ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন পেতে চেষ্টা চলছে। এরইমধ্যে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক দেশের মর্যাদা পেয়েছে।
২০১১ সাল থেকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে চেষ্টা চালিয়ে আসছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। এ প্রচেষ্টার মধ্যেই ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ভূমি দখল করে নতুন নতুন ইহুদি উপশহর নির্মাণ অব্যাহত রেখেছে। একইসঙ্গে বায়তুল মুকাদ্দাসকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টাও চালিয়ে যাচ্ছে। (পার্সটুডে)