আ হ জুবেদঃ সংগীত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর সেরা ১০-এ স্থান পাওয়া কুয়েত প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা রহমানের বিয়ের আনুষ্ঠানিকতা একেবারেই ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে।
ফাতেমার বাবা কুয়েত প্রবাসী ব্যবসায়ী আব্দুর রহমানের কুয়েতের আব্বাসিয়াস্থ বাসা থেকেই ফাতেমা শ্বশুরালয়ে যান।
ফাতেমা রহমান, কুয়েতের বাংলাদেশ কমিউনিটিতে জনপ্রিয় একজন কণ্ঠশিল্পীর নাম।
জন্ম কুয়েতে, লেখাপড়াও কুয়েতে এমনকি গান শেখাও কুয়েতে।
খুব অল্পদিনে কুয়েতের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ফাতেমা।
এছাড়া রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর সেরা ১০-এ স্থান পেয়ে ফাতেমা দেশ-বিদেশে কুয়েত প্রবাসী কণ্ঠশিল্পী হিসেবে বেশ পরিচিতি লাভ করেন।
মাত্র কুড়ি বছর বয়সে ফাতেমা বহু প্রশংসা কুড়িয়েছেন, পেয়েছেন সম্মাননা, ক্রেস্ট, প্রশংসাপত্র ইত্যাদি।
এবার এই তরুণ কণ্ঠশিল্পী ফাতেমা শুভ কাজটিও সেরে নিলেন নিজের ভালো লাগা মানুষটির সাথে শুভ পরিণয়ের মধ্যদিয়ে।
১০ জানুয়ারি ২০১৯ইং রোজ বৃহস্পতিবার কুয়েতের আব্বাসিয়াস্থ বাসায় ঘরোয়া পরিবেশে ফাতেমা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুয়েত প্রবাসী সামির আহমেদের সাথে।
নিকটাত্মীয়দের উপস্থিতিতেই ফাতেমার বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
ফাতেমার ব্যবসায়ী বাবা আব্দুর রহমান ফাতেমার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
বর পক্ষের তাড়াহুড়ার কারণে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা না করতে পেরে দুঃখও প্রকাশ করেছেন ফাতেমার বাবা।
এদিকে নব দম্পতিকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানাতে ফাতেমাদের কুয়েতের আব্বাসিয়াস্থ বাসায় আসা আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা আক্তার কেয়া দীর্ঘদিন ফাতেমার সাথে গান করার কথা উল্লেখ করে নব দম্পতির সুখ সাচ্ছন্দ্য ও শান্তিময় ভবিষ্যৎ কামনা করেন রুনা।
এছাড়াও প্রিয় কণ্ঠশিল্পী ফাতেমার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রবাসীরা নবদম্পতিকে অভিনন্দন, শুভেচ্ছাসহ শুভকামনা করেছেন।
কুয়েতের আব্বাসিয়া এলাকার একটি বাসায় ফাতেমা ও দুই বোন,মা-বাবা নিয়ে পাঁচ জনের পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।