একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি নির্বাচনী আসনে ৪৬ জন প্রার্থী গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১৩ জন, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ১২ জন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১২ জন ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খান, ইসলামি ডেমোক্রেটিক অ্যালায়েন্সের এম এ আউয়াল (বর্তমান সংসদ সদস্য), এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জেএসডির এম এ গোফরান, জাতীয় পার্টির জাকির হোসেন পাটোয়ারী, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম, বিএনপির হারুনুর রশিদ, মোশারেফ হোসেন, মুসলিম লীগের রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহবুবুল আলম, সাহাব উদ্দিন তুর্কি, আলমগীর হোসাইন, বিএনএফের সিরাজ মিয়া।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মোহাম্মদ নোমান (বর্তমান সংসদ সদস্য), বিএনপির আবুল খায়ের ভূঁইয়া, হারুনুর রশিদ, জামায়াতের আ ক ম রুহুল আমিন, জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বিকল্পধারার শাহ আলম বাদল, মুসলিম লীগের শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন, ইসলামিক ফ্রন্টের মো. হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলনের শাহজাহান পাটোয়ারী, স্বতন্ত্র প্রার্থী এম এ ইউছুফ, শহীদ ইসলাম পাপুল ও আবুল ফয়েজ ভূঁইয়া।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, গোলাম ফারুক পিংকু, এম এ সাত্তার, বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাহাবুদ্দিন সাবু, জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, গণফোরামের শফিক উল্যাহ, এনপিপির সেলিম মাহমুদ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহীম, জাসদের এম এ ইউছুফ ভূঁইয়া, এনডিএমের মোহাম্মদ উল্লাহ ও জাতীয় পার্টির নুর মোহাম্মদ।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিকল্পধারার মেজর (অব.) আব্দুল মান্নান, আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুল্লাহ (বর্তমান সংসদ সদস্য), জেএসডির আ স ম আব্দুর রব, তানিয়া রব, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ, শরিফুল ইসলাম, বিএনপির আবদুল মতিন, স্বতন্ত্র মাহমুদা বেগম ও বাসদের মিলন মন্ডল।
সূত্র, প্রথমআলো