নিজস্ব প্রতিনিধিঃ ১১ই অক্টোবর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির এক হোটেলে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে কুয়েত বিএনপি প্রতিবাদ সভা করেছে।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন এর সভাপতিত্বে ও সহ প্রচার সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন,যুগ্ম সম্পাদক আজিজ উদ্দিন মিন্টু,শ্রমিক দল কুয়েতের সভাপতি মুমিনউল্লাহ পাটোয়ারী,শফিকুল ইসলাম,গিয়াস উদ্দিন খোকন।
বক্তব্য রাখেন, ফখরুল ইসলাম বিপ্লব,হাসান কামাল,কোরবান আলী,জাহাঙ্গীর আল,বেলায়েত হোসেন,মামুন মিয়াসহ অনেকে।
বক্তব্য দিতে গিয়ে কুয়েত বিএনপির নেতৃবৃন্দরা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য নেতাদেরকে গ্রেনেড হামলার মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাল নথির উপর ভিত্তি করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে।
পাশাপাশি ২১ শে আগস্ট গ্রেনেড হামলার ঘোষিত রায়ের তীব্র প্রতিবাদসহ অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন বক্তারা।