খেলাধুলা ডেস্ক: কমনওয়েলথ গেমসে শ্যুটিংয়ে রৌপ্য জিতলেন আব্দুল্লাহ হেল বাকী। অষ্ট্রেলিয়ার গোল্ডকোস্ট শহরে অনুষ্ঠিতব্য ২১তম কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশকে রৌপ্য পদক উপহার দেন বাকী। এটি গোল্ডকোস্ট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম পদক।
বাংলাদেশ সময় রবিবার (৮ এপ্রিল) সকাল ১০টায় ফাইনালে ২২৪.৬ স্কোর করে পদকটি জেতেন। ২২৫.১ স্কোর করে একই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার ডেন স্যাম্পসন। এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসেও ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জিতেছিলেন বাকী।
কোয়ালিফাইং রাউন্ডে ৬১৬.০ স্কোর করে ফাইনালে ওঠা বাকী শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৪ রাউন্ডের খেলায় বেশ কয়েকবার শীর্ষে উঠে আসেন এই শ্যুটার। ১৬তম রাউন্ডে থেকে স্বর্ণের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় অস্ট্রেলিয়ার স্যাম্পসন, ভারতের রাভি কুমার আর আবদুল্লাহ হেল বাকীর মধ্যে। তবে ২১ তম রাউন্ড শেষে ২০৪.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে ছিটকে যান ভারতের কুমার।
শেষ রাউন্ডে স্যাম্পসনের বাজে শটে বাকির সম্ভাবনা উজ্জল জয়। স্বর্ণ জয়ের জন্য ১০.১ স্কেরের প্রয়োজন হলেও ৯.৭ স্কোর করতে সমর্থ হন বাকী। ফলে ২৪৫ স্কোর নিয়ে স্বর্ণ জেতেন অস্ট্রেলিয়ার স্যাম্পসন।