বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন যুবদল যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা।
যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে স্বল্প দূরত্বের ব্যবধানে আয়োজিত পরস্পরবিরোধী দুটি গ্রুপের পৃথক কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।
যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ. চৌধুরীর সভাপতিত্বে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আব্দুস সালাম।
সঙ্গঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদের পরিচালনায় এবং খলকু রহমান, আমানত হোসেন আমান ও রেজাউল আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি সোলায়মান ভূইয়া, ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার ফাতেমা সালাম বানু, মশিউর রহমান, ফিরোজ আহমেদ ও আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পারভেজ সাজ্জাদ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী ও এম. বাসেত রহমান। এছাড়া ঢাকা থেকে টেলিফোনে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মো. আতিকুর রহমান।
প্রায় একইসময়ে ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র যুবদলের অপর অংশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ শুরু হয় বেলুন উড়িয়ে।
সূত্র, বিডিনিউজ২৪.কম