আ হ জুবেদঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মাইমুনের মৃত্যুতে দলটির কুয়েত শাখার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫শে জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শোয়েব আহমেদের পরিচালনায় ও আহ্বায়ক মাষ্টার নুরুল ইসলামের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব শওকত আলী, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য যথাক্রমে, প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, জালাল আহমেদ চুন্নু মোল্লা, মোহাম্মদ মাইন উদ্দিন, আখতারুজ্জামান ও আবুল হাসেম এনাম।
সদ্য প্রয়াত কুয়েত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মাইমুনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে, আব্দুল কাদের মোল্লা,মোশাররফ হোসেন মোস্তফা, আব্দুল কাদের,সংগঠক এজাজুর রহমান জুনেল, জাতীয় পার্টির সভাপতি হাজী মাহমুদ আলী, কুমিল্লা বিভাগীয় পরিষদের সাধারণ সম্পাদক হোসাইন উদ্দিন মোল্লাসহ অনেকে।
অনুষ্ঠান চলাকালীন টেলিকফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বিএনপি ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।
রাজনৈতিক সহযোদ্ধা কুয়েত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মাইমুনকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েন দলটির কুয়েত শাখার নেতাকর্মীরা।
সদ্য প্রয়াত এ নেতার মৃত্যুতে শোকে মুহ্যমান নেতাকর্মীরা বলেন, প্রয়াত মাইমুন দীর্ঘ প্রবাস জীবনে দলের বিভিন্ন কর্মকাণ্ডে ত্যাগ ও অবদানের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন।
উক্ত অনুষ্ঠানে কুয়েত বিএনপির নেতাকর্মী, এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী তথা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
শেষে প্রয়াত মাইমুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, ফেরদৌস আহমেদ।