বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতা ও প্রবাসী ব্যবসায়ী এমডি সেলিমকে নিয়ে সম্প্রতি একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও গুলোতে দেখা্নো হয়েছে, এমডি সেলিম নানা অবৈধ কাজের সাথে জড়িত।
এমতাবস্থায় প্রবাসী এ নেতার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তথা কথিত ভাইরাল হওয়া ভিডিও দ্বারা মিত্যাচার করে এমডি সেলিমকে হেয়প্রতিপন্ন ও অপদস্থ করায় মধ্যপ্রাচ্যে থাকা অসংখ্য প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিবাদের ঝর উঠেছে।
এরই মধ্যে প্রবাসী নেতা এমডি সেলিম ফেসবুকে একটি স্ট্যাটাস করেছেন, সেটি নিচে তুলে ধরা হলো।
আমার সকল শুভানুদ্ধায়ী,
সবাইকে সালাম, একটি বিষয় নিয়ে আমি সবিনয় আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি । আপনাদের দোআ এবং ভালোবাসায় আমি আমার দীর্ঘ প্রবাসী জীবনে সুনামের সাথে বসবাস করে আসছি । আমি ব্যক্তিগত ভাবে আমার এই জীবন যাত্রা পথের বিভিন্ন কর্মকাণ্ডে নিস্বার্থ ভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং দেশে বিদেশে আপনাদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক,ইমো এবং ভাইবারে আমার নাম সংযুক্ত একটি ভিডিও ক্লিপ নজরে আসে যা দেখে আমি সত্যি অবাক হতভম্ব এবং অপমানিত হয়েছি। আমার দীর্ঘ দিনের অর্জিত সুনামে আঘাত করার জন্য প্রবাসেরই কিছু অসাধু এবং অনৈতিক মনস্ক ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে যে অপপ্রচার চালিয়েছেন তা শুধু মাত্র ঘৃণিতই নয় একটি মারাত্মক অপরাধও বটে। একটি ভিত্তিহীন সংবাদের ভিডিও চিত্রের কিছু অংশ ব্যাবহার করে তার সাথে আমার নাম ও ছবি জুড়ে দিয়ে , আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক অবস্থান কে হেয় করার উদ্দেশ্যে নিয়ে যে বা যারা আমার ব্যাক্তিগত ও ব্যাবসায়িক সুনাম ও সামাজিক মর্যাদাহানীর চেষ্টা করছেন, তা, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২২, ২৩ ও ২৫ ধারা অনুযায়ী ইলেকট্রনিক জালিয়াতি, ইলেকট্রনিক প্রতারণা এবং মিথ্যা ও ক্ষতিকর তথ্য প্রকাশের অপরাধ। ইহা আইন অনুযায়ী যা অজামিনযোগ্য ও দন্ডনীয় অপরাধ বটে । আমি ইতিমধ্যে বিষয়টি দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যথাবিহিত ভাবেই অভিযযোগ করত আইনি ভাবেই এর প্রতিকারে সিদ্ধান্ত নিয়েছি। এবং যাহারা এই হীন অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশে যথাবিহিত অভিযোগ পত্র দাখিল করেছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার বিরুদ্ধে এই বিদ্বেষ ও মানহানিমূলক অপপ্রচারের সাথে সংশ্লিষ্ট দোষী ব্যক্তি বর্গের বিরুদ্ধে যথাপযুক্ত আইনি পদক্ষেপ নিতে ইতিমধ্যেই আমার আইন কৌশলীকে অনুরোধ করেছি।
আমি আমার সকল ভাই বোন, বন্ধু ও শুভাকাঙ্খীদের আকুল অনুরোধ করছি এই অপবাদ ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে আমার অবস্থানকে সমর্থন করবেন এবং ভবিষ্যতের যেকোনা ভ্রান্ত প্রচারণাকে নেতিবাচক হিসেবেই মূল্যায়ন করবেন।আপনারা মনস্তাত্বিক এইসব ভাইরাল নেতিবাচক ভিডিওকে প্রত্যাখ্যানের এবং অন্যকেউ এই ভিডিও প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করে আমার অবস্থানকে সংহত করবেন । আমি নিশ্চিত মহান আল্লাহ আমার পাশে থেকে এই হীন চক্রান্ত থেকে মুক্তি পেতে আমাকে তৌফিক দেবেন ইনশাল্লাহ।
বিগত সময়ের মত আমি আপনাদের সাথেই থাকতে চাই এবং আপনাদের সমর্থন আমি আশা করছি যাতে করে এই মানহানিকর যুদ্ধে আমি বিজয়ী হতে পারি।
বিনীত
সেলিম