বিশেষ প্রতিনিধিঃ কুয়েত প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ব্যানারে আলোচনা সভা ও সেমিনার করে যাচ্ছে দেশটিতে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ”বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন,কুয়েত।
এরই ধারাবাহিকতায় ১১ই জানুয়ারি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, কুয়েতের উদ্যোগে এবং আয়োজক সংগঠনের সভাপতি ও কুয়েতে এনটিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক,বাংলাটিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদের সঞ্চালনায় প্রবাসীদের দাবি সমূহ সদ্য ক্ষমতাসীন সরকারের নজরে আনতে প্রবাসী সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কুয়েতে আরটিভির প্রতিনিধি জালাল উদ্দিন, যমুনা টিভির প্রতিনিধি শেখ এহসানুল হক খোকন, সময় টিভির প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, একাত্তর টিভি প্রতিনিধি সাদেক রিপন, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম হালদার,চ্যানেল এস (ইউকের) প্রতিনিধি রবিউল ইসলাম সহ অন্যান্য সংবাদ কর্মীরা।
বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক নেতারা বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করতে অতি সম্প্রতি চট্টগ্রামে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ উদ্বোধন করা হয়েছে, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় প্রবাসী সেবামূলক পদক্ষেপ।
রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশীরা স্বপ্ন দেখছেন উন্নয়নশীল একটি দেশের, সেই স্বপ্ন পূরণে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় এক কোটি রেমিটেন্স যোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, একথা উল্লেখ করে প্রবাসী সাংবাদিক নেতারা বলেন, প্রবাসীদের সমসাময়িক দাবি-দাওয়ার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে , জাতীয় পরিচয় পত্র প্রদানের,পাসপোর্টের মেয়াদ ৫ বছরের পরির্বতে ১০ বছর দ্রত কার্যকর, বিমান বন্দরে হয়রানিমূলক আচরণ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ, কুয়েতে স্বাভাবিক নিয়মে শ্রম রপ্তানির ব্যাপারে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা কামনাসহ অসাধু ভিসা দালালচক্রের অপতৎপরতা বন্ধের লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ।
এদিকে স্বল্পকালীন ছুটিতে স্বদেশ গমন উপলক্ষে বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সিনিয়র সহ সভাপতি মোঃ জালাল উদ্দিনকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।