আ.হ.জুবেদঃ বাংলার হাজার বছরের সংস্কৃতি,কৃষ্টি চর্চায় ও আয়োজনে যেমন ব্যস্ত দেশ প্রেমিক বাংলাদেশীরা, ঠিক তেমনই এসব উৎসব, আয়োজনে প্রবাসী দেশ প্রেমিকদেরও ব্যস্ততার শেষ নেই।
অন্যদিকে প্রবাসে থাকা দূতাবাস গুলোও প্রবাসীদের নিয়ে দেশীয় সংস্কৃতির নানা অনুষ্ঠান করে চলেছে।
এরই ধারাবাহিকতায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে খালিদিয়া এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বৈশাখী মেলা ১৪২৬ উদযাপন করা হয়েছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ কাজী মোঃ শহিদুল ইসলাম পাপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ আনিসুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম, কাউন্সিলর জহিরুল ইসলাম খানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরাও প্রবাসী সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র শেষে প্রীতিভোজের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি হয়।