আ হ জুবেদঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশের ন্যায় গতকাল জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ বাংলদেশ দূতাবাস কুয়েতে অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক অর্জন বিষয়ক কার্যক্রমকে কুয়েত প্রবাসীদের মধ্যে তুলে ধরার লক্ষ্যে গতকাল ৫ই অক্টোবর শুক্রবার বাংলাদেশ দূতাবাস কুয়েতে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দূতাবাস কুয়েতে অনুষ্ঠিত উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এবং পরিচালনা করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।
৫ অক্টোবর সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে সকল শ্রেণী পেশার কুয়েত প্রবাসী বাংলাদেশীরা বিশেষ এ দিনটিকে পালন করেন।
দিনের শুরুতে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম মেলাটি উদ্বোধন করেন। তারপর অনুষ্ঠান সূচীতে ছিল, পিঠা- খাবার এবং বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন রাষ্ট্রদূত, প্রামাণ্য চিত্র প্রদর্শন, দুপুরের খাবার পরিবেশন, আলোচনা অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
দ্বিতীয় মেয়াদে থাকা বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, বর্তমান সরকারের অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে হলে পুনরায় এই সরকারকেই দেশ পরিচালনা করার সুযোগ দিতে হবে।
উন্নয়ন মেলায় অংশগ্রহণ করে কুয়েত প্রবাসীরা বর্তমান সরকারের নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের কথা জানতে পেরেছেন এবং বর্তমান সরকারের এ উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের প্রচেষ্টার কথাও জানান প্রবাসীরা।
এছাড়াও কুয়েত দূতাবাসে উন্নয়ন মেলা ২০১৮ সফল হয়েছে একথা বলার পাশাপাশি আগামীতে এরকম আয়োজনের মাধ্যমে প্রাবাসীদেরকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে অবগত করতে পরামর্শ দেন কুয়েত প্রবাসীরা।
বাংলাদেশ দূতাবাস কুয়েতে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮তে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আব্দুল লতিফ খাঁন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, কাউন্সেলর জহিরুল ইসলাম খাঁন, ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম, বাংলাদেশ বিমান কুয়েতের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলামসহ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা।