নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু, একবিংশ শতাব্দীর শ্রেষ্টতম সন্তান,সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কখনই বাংলাদেশ একটি রাষ্ট্র বলে ভাবা যাবেনা।
কারণ আজকের বাংলাদেশের মূল রূপকার ছিলেন আমাদের জাতির পিতা।
২৬শে মার্চ সোমবার ৪৭ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন, কুয়েত আওয়ামীলীগের সভাপতি আতাউল গনি মামুন।
এসময় তিনি আরো বলেন, কুয়েতে অবৈধ ভিসা ব্যবসার সুবিধার্থে কুয়েত আওয়ামীলীগে কতিপয় ভিসা দালালদের অনুপ্রবেশ উদ্বেগজনক।
২৬শে মার্চ সোমবার ৪৭ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল কুয়েত সিটির রাজধানী হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েতের সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহ নেয়াজ নজরুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ও সাবেক ছাএনেতা ফখরুল ইসলাম ফারুক।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম শফি, বিশিষ্ট আওয়ামী নেতা সেকান্দার আলী, বঙ্গবন্দু পরিষদ কুয়েতেল সভাপতি শেখ আকরামুজ্জামান, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো:কামাল হোসেন, কুয়েত আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামাল আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন রাজ্য শাখার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি নেবৃন্দরা সহ মো:জাকির হোসেন, শাহ করীম, মুজিবুর রহমান, এন্তাজ আহমেদ, নাইম হুসেন প্রমুখ।