বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিজেইউএফ ) এর মহাসচিব ও ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম ( আই,এম,এফ) ঢাকা এর উপদেষ্টা শাবান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।
গত ১৯শে এপ্রিল আই,এম,এফ কুয়েতের সভাপতি আবদুর রউফ মাওলার ঢাকার খিলক্ষেতস্থ বাসায় আপ্যায়নের পর ফুলেল শুভেচ্ছা দেয়া হয় বিশিষ্ট সাংবাদিক শাবান মাহ্মুদ ও সহধর্মিণী মুন মাহ্মুদকে।
এসময় প্রবাসী সংগঠক আব্দুর রউফ মাওলার বাসায় উপস্থিত ছিলেন, প্রতিবাদী লেখিকা , আওয়ামী লীগের সহ- সভাপতি ও আই,এম,এফ ঢাকার প্রতিনিধি কুহিনূর রহমান কেয়া , প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েতের প্রাক্তন যুগ্ম সম্পাদক ও আই,এম,এফ ঢাকার সমন্বয়কারী সাংবাদিক শফিকুল ইসলাম , মানবাধিকার কর্মী শেখ শহিদুল ইসলাম, মিসেস শহিদ , আমেরিকান প্রবাসী সূরুজ মিয়া ( জহির ), মিসস জহির ও নুরজাহান রউফ ।
এদিকে আই,এম,এফ কুয়েতের সভাপতি ও মরুলেখা কুয়েতের সম্পাদক আব্দুর রউফ মাওলা কুয়েত থেকে প্রকাশিত আই,এম,এফ এর ম্যাগাজিন সাংবাদিক শাবান মাহ্মুদের হাতে তুলে দেন।